অটোমোবাইল ডেস্ক
২১ এপ্রিল ২০২২, ০৯:০৯ এএম
পেট্রোল পাম্পে তেল চুরির ঘটনা নিয়মিতই ঘটছে। কিন্তু আপনি ঠেকাতে পারছেন না। এমনকি আপনি বুঝতেই পারছেন না যে তেল চুরি হচ্ছে। সব কিছু হচ্ছে আপনার অজান্তেই। তাই আপনাকে সতর্ক থাকতে হবে। জানবে হবে কীভাবে পেট্রোল আপনার বাহনের ফুয়েল ট্যাংকে না ঢুকিয়ে চুরি করছে।
কী কী বিষয় মাথায় রাখবেন?
তেল ভরার আগে সব সময় মিটার রিসেট করা হয়েছে কি না খেয়াল রাখবেন। মিটার রিডিংয়ে ০ দেখালে তবেই তেল ভরা শুরু করুন। এর পরে মিটার দ্রুত চলতে শুরু করল কি না তা খেয়াল রাখতে হবে। অনেক সময় ০-২০ পর্যন্ত খুব তাড়াতাড়ি চলে গিয়ে তারপর ধীরে ধীরে মিটার চলতে শুরু করে। অনেক পেট্রল পাম্পেই এই পদ্ধতি অবলম্বন করে প্রতারণা করা হয়। খুব সহজেই এই মিটার রিডিং প্রভাবিত করা সম্ভব। এইভাবে অনেক পেট্রোল পাম্প নিয়মিত গ্রাহকের পেট্রল-ডিজেল চুরি করে যাচ্ছে।
মানি রিসিট নিতে ভুলবেন না
অনেকেই যানবাহনে তেল ভরার পর মানি রিসিট নেন না। কিন্তু এই কাজটি করবেন না। জ্বালানি ভরার পর অবশ্যই মানি রিসিট নেবেন। রিসিটে লেখা থাকবে আপনি কত লিটার তেল ভরেছেন, তেলের দাম ও অন্যান্য তথ্য। একই সঙ্গে জানা যাবে তেলের ঘনত্ব ও লেনদেনের অন্যান্য তথ্য। এখানে তেলের ঘনত্বে নজর দিতে হবে। ডিজেলের ক্ষেত্রে ঘনত্ব 720–775 kg/m3 এর মধ্যে হতে হবে। পেট্রোলের ক্ষেত্রে ঘনত্ব হবে 820–860 kg/m3 এর মধ্যে।
এজেড