অটোমোবাইল ডেস্ক
০৬ অক্টোবর ২০২৩, ১২:৪১ পিএম
জাপানের সুজুকির তৈরি যতগুলো মডেলের মোটরসাইকেল আছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় মডেল সুজুকি জিক্সার ১৫০।
১৫০ সিসি বাইকের বাজারে বেশ পরিচিত নাম সুজুকি গিক্সার। এই সেগমেন্টে হিরো মটোকর্প, হোন্ডা, টিভিএস-এর বাইক ব্যবহার করলেও বহু গ্রাহকের সুজুকি গিক্সার খুবই পছন্দের মোটরসাইকেল।

রূপের পাশাপাশি গুণেও তরতাজা এই টু হুইলার। দুই চাকাতেই ডিস্ক ব্রেক ও সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে বাইকে।
হাই-পারফরম্যান্স বাইকের মধ্যেও জায়গা করে নিয়েছে সুজুকি জিক্সার ১৫০।

১৫৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের এই মোটরসাইকেল সুজুকি গিক্সার। যা সর্বোচ্চ ১৩.৪১ হর্সপাওয়ার এবং ১৩.৮১ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে আছে ৫ স্পিড গিয়ারবক্স।
বিশেষ ফিচার্স হিসেবে রয়েছে এলইডি লাইটিং, সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা।

ব্রেকিংয়ের জন্য বাইকের দু চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক এবং সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।
বাজারে এই মুহূর্তে সুজুকি গিক্সার-এর বিকল্প রয়েছে টিভিএস অ্যাপাচি আরটিআর, হিরো এক্সট্রিম ১৬০, বাজাজ পালসার এন১৬০ এবং হোন্ডা হর্নেট ২.০।
এজেড