images

অটোমোবাইল

পুরনো বাইক নতুন রূপে আনছে ইয়ামাহা

অটোমোবাইল ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০১ এএম

ইয়ামাহার একসময়ের জনপ্রিয় মডেল ছিল আর৩৫০। এই মোটরসাইকেলটি ফের নতুন রূপে বাজারে আসছে। আগের চেয়ে দুর্দান্ত ফিচার ও শক্তিশালী ইঞ্জিনে সড়কে চলবে এই বাইক। 

bike

নতুন ইয়ামাহা আরডি৩৫০ মডেলের বাইকে কেমন ইঞ্জিন দেওয়া হবে তা এখনও কোম্পানির পক্ষ থেকে জানানো হয়নি। তবে পুরোনো বাইকে ছিল ৩৪৭ সিসির এয়ার কুলড ইঞ্জিন। এই ইঞ্জিন ৪০ বিএইচপি শক্তি উৎপাদন করতে পারত। ধারণা করা হচ্ছে এয়ার কুলড ইঞ্জিনের বদলে এবার লিকুইড কুলড ইঞ্জিনে বাজারে ফিরবে ইয়ামাহা আরডি৩৫০ মডেল। 

yamaha

এই বাইকে ছিল ৬ স্পিড গিয়ার। নতুন ভার্সনেও একই গিয়ার শিফটার থাকবে। এই বাইকের নতুন ভার্সনে ইঞ্জিন আরও ভালো দেওয়া হবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

এছাড়া নতুন ইয়ামাহা আরডি ৩৫০ মডেলে অনেক ধরনের আধুনিক প্রযুক্ দেওয়া হবে। এতে থাকবে এলইডি ডিআরএল। ডুয়েল চ্যানেল এবিএস, ব্লুটুথ কানেক্টিভিটি, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল এবং স্লিপার ক্লাচসহ এলইডি হেডল্যাম্প।

yamaha2

২০২৪ সালের মধ্যে এই বাইক লঞ্চ হতে পারে। আর এমনটা হলে ব্যাপক প্রতিযোগিতা বাড়বে রয়েল এনফিল্ড ক্লাসিক মডেলের সঙ্গে।

এজেড