images

অটোমোবাইল

হোন্ডা হর্নেট এলো রেপসল এডিশনে

অটোমোবাইল ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫২ এএম

হোন্ডার জনপ্রিয় কমিউটার মোটরসাইকেল হর্নেট ২.০ এলো রেপসল এডিশনে। সম্প্রতি ভারতের বাজারে এই বাইকের বিক্রি শুরু হয়েছে।

হোন্ডা রেপসল এডিশন কী?

রেপসল এডিশন হল হোন্ডার অফিশিয়াল রেসিং কর্পোরেশন। যারা সাধারণত গ্র্যান্ড প্রিক্স মোটরসাইকেল রেসিং বা মটোজিপির মতো প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ নেয়। এই রেসিংয়ে হোন্ডার বাইকের স্পন্সর হলো রেপসল।

honda3

হোন্ডা হর্নেট ২.০ রেপসল এডিশনে ডুয়াল টোন কালার স্কিম যোগ করা হয়েছে যা হল রস হোয়াইট এবং ভাইব্র্যান্ট অরেঞ্জ সঙ্গে রেপসল রেসিং স্ট্রাইপ। এই বাইকে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেখানে ব্রাইটনেস কাস্টমাইজ করা যাবে।

honda-hornet

ইঞ্জিনের ক্ষেত্রে এতে রয়েছে ১৮৪.৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ১৭ হর্সপাওয়ার এবং ১৫.৯ নিউটন মিটার টর্ক তৈরি করে। সঙ্গে আছে ৫ স্পিড গিয়ারবক্স। বাইকের দুই চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক সঙ্গে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

হোন্ডা হর্নেট ২.০ রেপসল এডিশনের দাম ভারতে ১ লাখ ৪০ হাজার রুপি।

এজেড