অটোমোবাইল ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১০ এএম
সাইকেল বা দ্বিচক্রযান একটি জনপ্রিয় বাহন। যুগ যুগ ধরে মানুষের যাতায়াতের ভরসা সাইকেল। সেই বাহন কোন দেশে সবথেকে বেশি ব্যবহার হয় জানেন? পৃথিবীর এমন একটি দেশ আছে যেখানে মানুষের চেয়ে সাইকেল বেশি।
কেউ বলবেন ভারত কিংবা বাংলাদেশ অথবা এশিয়ার কোন কান্ট্রি। কিন্তু জানলে অবাক তালিকায় প্রথম দেশ হল নেদারল্যান্ড। হ্যাঁ ইউরোপের এই সুন্দর দেশটিতেই বিশ্বের সবথেকে বেশি সাইকেল ব্যবহার হয়। এমনকি এই দেশের মানুষের একাধিক সাইকেল আছে। কারো কারো তিনটাও থাকে। অর্থাৎ দেশটিতে মানুষের চেয়ে সাইকেলের সংখ্যাই বেশি।

যে দেশে সবচেয়ে বেশি সাইকেল ব্যবহার হয়
প্রথম স্থানে রয়েছে নেদারল্যান্ড। এই দেশকে বলা হয় ল্যান্ড অব বাইসাইকেল। রাঙ্কিংরয়্যালস-এর রিপোর্ট অনুযায়ী, ২৩ মিলিয়নের বেশি সাইকেল রয়েছে ওই দেশে। এর মধ্যে ২.৪ মিলিয়ন রয়েছে ইলেকট্রিক বাইক। নেদারল্যান্ডের জনসংখ্যা ১.৭৫ কোটি। গড়ে প্রতি জনের ১.৩টি বাইসাইকেল রয়েছে নেদারল্যান্ডে। এই দেশের ২৮ শতাংশ যাতায়াত হয় সাইকেলে।
পরবর্তী দেশগুলোর মধ্যে রয়েছে - ডেনমার্ক, জার্মানি, সুইডেন এবং নরওয়ে। এসব দেশগুলোর একটি বিরাট অংশ নিত্য যাতায়াতে সাইকেল চালাতে ভালোবাসেন। নরওয়ের জনসংখ্যার ৬১ শতাংশ মানুষ সাইকেল ব্যবহার করেন।

এশিয়ার মধ্যে কোন দেশে সবচেয়ে বেশি সাইকেল ব্যবহার হয়?
এই তালিকায় প্রথমে দশে এশিয়ার মধ্যে কেবল একটি দেশই জায়গা পেয়েছে। এটি হল জাপান। ২০২২ সালের পরিসংখ্যান অনুসারে জাপানে ১.৫ মিলিয়ন সাইকেল বিক্রি হয়। ছোট বাচ্চারা থেকে শুরু করে নিত্য অফিস যাত্রী এবং প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা সাইকেল চালাতে পছন্দ করেন।
জাপান ছাড়া চীনেরও বিপুল পরিমাণে সাইকেল ব্যবহার করা হয়। বিশ্বের সবথেকে বেশি সাইকেল উৎপাদনকারী দেশ চীন।
এজেড