images

অটোমোবাইল

এলো দুরন্ত পালসার, দাম হাতের নাগালে

অটোমোবাইল ডেস্ক

৩১ আগস্ট ২০২৩, ০১:১২ পিএম

ভারতের বাজারে পাওয়া যাচ্ছে পালসার আরএস২০০ মডেলের নতুন বাইক। বাজাজের তৈরি এই বাইকটি কিনতে অফার ঘোষণা করা হয়েছে। মাত্র ২০ হাজার খরচ করে মোটরসাইকেলটি ঘরে নেওয়া যাবে। 

bajaj

ভারতের বাজারে আরএস ২০০ মডেলের দাম ১ লাখ ৭২ হাজার ৩৫৮ রুপি। এই বাইকটি মাত্র ২০ হাজার রুপি দিয়ে কেনা যাবে। বাদবাকি টাকা ব্যাংক ঋণ দেবে। অফারটি কেবল ভারতের বাজারে জন্য ঘোষণা করেছে বাজাজ। 

বাজাজ পালসার আরএস২০০ মডেলে আছে ১৯৯.৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ২৪.৫  পিএস শক্তি এবং ১৮.৭ নিউটন মিটার টর্ক তৈরি করে। সঙ্গে দেওয়া হয়েছে ৫ স্পিড গিয়ার বক্স। বাইকের স্বীকৃত মাইলেজ ৩৫ কিলোমিটার।

bike

এতে রয়েছে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, দু চাকাতেই ডিস্ক ব্রেক। ফিচার্স মিলবে ডিজিটাল ক্লাস্টার এবং এলইডি লাইটিং। বাইকের সিটের উচ্চতা ৮১০ মিলিমিটার। এবং কার্ব ওয়েট ১৬৬ কেজি।

এজেড