images

অটোমোবাইল

বাজাজ পালসার ১২৫ নাকি টিভিএস রেইডার ১২৫ কিনবেন?

অটোমোবাইল ডেস্ক

১৭ আগস্ট ২০২৩, ১২:৫৬ পিএম

১২৫ সিসি সেগমেন্টে জনপ্রিয় বাইক বাজাজ পালসার ১২৫ মডেল এবং টিভিএস রেইডার ১২৫। এই দুই মডেল থেকে কোন মোটরসাইকেল কিনবেন তা অনেকেই ঠিক করতে পারেন না।

দুই মোটরবাইকই নিজ নিজ জায়গায় বেশ জনপ্রিয়। তবে দাম ও পারফরম্যান্সের নিরিখে কে এগিয়ে জানতে চান? চট করে দেখে নেওয়া যাক টিভিএস রাইডার ১২৫ এবং বাজাজ পালসার ১২৫ এর মধ্যে তুলনা।

পারফরম্যান্স ও ইঞ্জিন

টিভিএস রাইডার ১২৫ মডেলে রয়েছে ১২৪ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ১১.২ হর্সপাওয়ার শক্তি এবং ১১.২ এনএম টর্ক তৈরি করে। সঙ্গে রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স। বাইকের সামনে রয়েছে ডিস্ক ব্রেক ও টেলিস্কপিক ফর্ক এবং পেছনে রয়েছে ড্রাম ব্রেক মনোশক সাসপেনশন।

অন্যদিকে বাজাজ পালসার এনএস১২৫ বাইকে রয়েছে ১২৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড। এই  ইঞ্জিন যা সর্বাধিক ৮.৮২ কিলোওয়াট শক্তি এবং ১১ নিউটন মিটার টর্ক তৈরি করে। সঙ্গে রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স। এই বাইকেরও সামনের চাকায় রয়েছে টেলিস্কোপিক ও পেছনে মনোশক সাসপেনশন। সামনে রয়েছে ডিস্ক ব্রেক ও পিছনে ড্রাম ব্রেক। দুই বাইকে পাবেন না কোনও অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম  বা এবিএস। 

bike

ফিচার্স

টিভিএস রাইডার ১২৫ মডেলে রয়েছে ৫ ইঞ্চির টিএফটি ইনস্ট্রুমেন্ট ডিসপ্লে। এটিতে স্ট্যান্ডার্ড ফিচার হিসাবেই পাবেন স্মার্টএক্স কানেক্ট ফিচার। এর মাধ্যমে নিজের মোবাইল কানেক্ট করতে পারবেন। এই বাইকের দুইটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে।

অন্যদিকে বাজাজ পালসার ১২৫ মডেলে রয়েছে ডিজিটাল ও অ্যানালগ ডিসপ্লে, স্পিডোমিটার, ট্রিপমিটার ডিজিটাল থাকলেও টেকোমিটার রয়েছে অ্যানালগ। এই বাইকে নেই কোনও মোবাইল কানেক্টিভিটি। তবে উভয় বাইকেই মিলবে এলইডি হেডলাইট এবং টার্ন সিগন্যাল ল্যাম্প।

কোনটি কিনবেন?

ফিচার ও পারফমেন্স কিছুটা এগিয়ে আছে টিভিএস রেইডার ১২৫। তবে ব্র্যান্ড ভ্যালু ও জনপ্রিয়তায় এগিয়ে আছে বাজাজ পালসার ১২৫। এবার সিদ্ধান্ত নেবার পালা আপনার। 

এজেড