অটোমোবাইল ডেস্ক
০৪ আগস্ট ২০২৩, ০৮:৫৮ পিএম
অনেকেই তিন চাকার ইলেকট্রিক ট্রাই-সাইকেল খুঁজছেন। যা কার্গো সাইকেল নামে পরিচিত। এবার বাজারে এলো এই ইলেকট্রিক ট্রাই-সাইকেল।
সম্প্রতি বাজারে এসেছে ভিরিবাস ট্রাইক নামের এই ইলেকট্রিক সাইকেল। এটি দেখতে বেশ আকর্ষণীয়। এর ফিচার জানলে অবাক হবেন। অল্প কিছু মালামালও শহরের স্বল্প সীমানার ভিতরে মালপত্র বহন করতে পারবে সেই ভেবেই সাইকেলটি বানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান।
দেশ-বিদেশে যে পরিমাণে ইলেকট্রিক সাইকেলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে তাতে এই ক্ষেত্রে নানা রকম উদ্ভাবন চোখে পরছে মানুষের। এই সাইকেলে ফুল চার্জে টানা ৪৮ কিলোমিটার ঘোরা যাবে।
শক্তি উৎপাদনের জন্য রয়েছে ৩৬ ভোল্ট ১০ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ফ্রন্ট হুইলে রয়েছে ২৫০ ওয়াটের মোটর। এটির হাব মোটরের সর্বোচ্চ আউটপুট ৫০০ ওয়াট। গতির কথা যদি বলি তাহলে খুব বেশি দ্রুত দৌড়তে পারে না এই তিন চাকার বৈদ্যুতিক বাহন। প্রতিঘণ্টায় চলতে পারে ২৪ কিরোমিটার।
আরোহীকে আরাম দেওয়ার জন্য এতে রয়েছে থাম্ব থ্রটেল। ওজনের বেশ হালকা এটি। মাত্র ৩২ কিলোগ্রাম। ট্রাই-সাইকেলটি ২৪ ও ২৬ ইঞ্চি চাকার সাইজে পাওয়া যায়।
এই সাইকেলের যে ব্যাটারি রয়েছে তা ফুল চার্জ হতে সময় নেয় ৪ থেকে ৬ ঘণ্টা। সাইকেলের মিলবে ৩.৫ ইঞ্চি ডিসপ্লে। মোটরসাইকেল ও স্কুটারের মতো এটির সামনেও রয়েছে এলইডি হেডলাইট।
যেহেতু এই সাইকেলে ভালো ব্যালেন্সিং দক্ষতা না থাকলেও চালানো যায় তাই ইউরোপ, আমেরিকার একাধিক দেশে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে এই সাইকেল। অনলাইনে অ্যামাজনেও অর্ডার করা যায় এই ইলেকট্রিক সাইকেল।
তিন চাকার এই ইলেকট্রিক সাইকেলের দাম ৮৯৯ ডলার।
এজেড