images

অটোমোবাইল

ট্রাইগার শ্রফ কিনলেন বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি

অটোমোবাইল ডেস্ক

০১ আগস্ট ২০২৩, ০৩:১৯ পিএম

বলিউডের তরুণ অভিনেতা টাইগার শ্রফের গ্যারেজে এলো ব্র্যান্ড নিউ কার। সম্প্রতি তিনি বিএমডব্লিউ গাড়ি কিনেছেন। নতুন এই গাড়ির মডেল বিএমডব্লিউ ৩ সিরিজ লিমুজিন ৩৩০ এলআই। এই গাড়ি পেট্রোল ও ডিজেল ইঞ্জিন ভার্সনে পাওয়া যায়। ট্রাইগারের গাড়ি অবশ্য পেট্রোল ইঞ্জিনের। 

এই গাড়িটির ফেসলিফটেড মডেল চলতি বছর ভারতের বাজারে আনা হয়েছে।  এটি একটি বিলাসবহুল সেডান কার। সম্প্রতি টাইগারকে একটি প্রোডাকশন হাউসের বাইরে তার নতুন গাড়ি নিয়ে দেখা গিয়েছে।

টাইগার ভক্তদের  মনে প্রশ্ন আসতেই পারে, অভিনেতা কী গাড়ি কিনেছেন, যার জন্য আলোচনা তুঙ্গে। টাইগারের নতুন বিলাসবহুল সেডানের দাম ৬০ লাখ রুপিরও বেশি। 

লুক আর ডিজাইনের দিক থেকে যে কোনও অন্য বিলাশসহুল গাড়িকে পেছনে ফেলে দিতে পারে। গ্র্যান লিমুজিনের হুইলবেস স্ট্যান্ডার্ড ৩-সিরিজের চেয়ে ১১০ মিমি লম্বা। 

৪৮২৩ মিলিমিটার লম্বা সেডানে একটি ২.০এল ৪ সিলিন্ডার টুইন-টার্বোচার্জড ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনটি সর্বোচ্চ ২৫৮ পিএস শক্তি এবং ৪০০ নিউটন মিটার পিক টর্ক জেনারেট করে।

carএই গাড়িতে একটি ৮ স্পিডের অটোমেটিক ট্রান্সমিশন রয়েছে। সেডান গাড়িটি মাত্ ৬.২ সেকেন্ডে ০-১০০ কিলোমিটার গতি তুলতে পারে।

কোম্পানির দাবি সেডানের মাইলেজ প্রতি লিটার পেট্রোলে ১৯.৬১ কিলোমিটার। এই গাড়ির দুইটি ইঞ্জিনই একটি ৮ স্পিড স্টেপট্রনিক স্পোর্ট অটোমেটিক গিয়ারবক্সের সঙ্গে যুক্ত।

এতে অনেক প্রিমিয়াম ফিচার রয়েছে। সেডান প্লাশ ইন্টেরিয়র, মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল এবং লেদার সিট আপহোলস্ট্রি, ১৪.৯ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ১২.৩ ইঞ্চির ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, থ্রি-জোন ওয়েদার কন্ট্রোল এবং একাধিক এয়ারব্যাগ রয়েছে।

নতুন এই গাড়ি বিএমডব্লিউ ৮ অপারেটিং সিস্টেমে চলে। গাড়ির ভেতরে দুইটি স্ক্রিন রয়েছে। প্রথমটি একটি ১৪.৯ ইঞ্চির ডিসপ্লে এবং দ্বিতীয়টি হল একটি ১২.৩ ইঞ্চি ডিজিটাল ড্রাইভারের ডিসপ্লে, যাতে থ্রিডি নেভিগেশন সাপোর্ট করে।

এজেড