images

শিল্প ও সাহিত্য

নিউ ইয়র্কে বসছে ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম

বাংলা ভাষা ও সাহিত্যের আন্তর্জাতিক মিলনমেলা হিসেবে পরিচিত নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার ৩৫তম আসর আগামী ২২ থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে চার দিনব্যাপী এই বইমেলা আয়োজন করছে মুক্তধারা ফাউন্ডেশন। ‘যত বই, তত প্রাণ’ স্লোগান নিয়ে এবারের আয়োজন ৩৫ বছরের এক গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছাতে যাচ্ছে।

বুধবার (১৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার আয়োজনসংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। 

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬-এর আহ্বায়ক অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম। তিনি বলেন, ৩৫ বছরের এই মাইলফলকে এসে আয়োজকরা চান বাংলা ভাষা ও বাংলা বইকে যুক্তরাষ্ট্রের মূলধারার সঙ্গে আরও দৃঢ়ভাবে যুক্ত করতে। আন্তর্জাতিক পরিসরে বাংলা সাহিত্যকে পৌঁছে দিতে নতুন পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া হয়েছে। সবার সহযোগিতায় এবারও একটি সফল আয়োজন সম্পন্ন হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ। তিনি বলেন, নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুধু একটি বইমেলা নয়, এটি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলা ভাষাভাষী লেখক-পাঠকদের এক অনন্য মিলনস্থল। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ছাড়াও ইউরোপসহ বিভিন্ন দেশের লেখক ও পাঠকের অংশগ্রহণে এই মেলা প্রতিবছর আরও বিস্তৃত হচ্ছে, যা বাংলা ভাষার জন্য অত্যন্ত আনন্দের।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. ফারুক আজম। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন— অধ্যাপক শামীম রেজা, যুক্তরাষ্ট্রপ্রবাসী কবি মইনুদ্দিন মুন্সী, কানাডাপ্রবাসী লেখক জসিম মল্লিক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ, কথাসাহিত্যিক সাদাত হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া, অনন্যার প্রকাশক মনিরুল হক, আকাশ পাবলিশার্সের প্রকাশক আলমগীর সিকদার লোটন এবং আবিষ্কারের প্রকাশক দেলওয়ার হাসান। মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য ও ২০২৬ বইমেলার অর্থ কমিটির প্রধান ডা. ফাতেমা আহমেদ এবং কার্যকরী কমিটির সদস্য কবি ইউসুফ রেজা প্রমুখ।

উল্লেখ্য, ১৯৯২ সালে দেশের বাইরে বাংলা ভাষার বইকে কেন্দ্র করে শুরু হওয়া এই বইমেলা গত ৩৪ বছর ধরে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার একটি অনন্য বৈশিষ্ট্য হলো—প্রতিবছর একজন খ্যাতিমান লেখকের মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়। 

আয়োজকরা আশা করছেন, ৩৫তম আসরের এই আন্তর্জাতিক বাংলা বইমেলা প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে আরও এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

এএইচ/এএস