তায়েব মিল্লাত হোসেন
১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ এএম
গতকাল ১২ ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ টাউন হলে বিভাগীয় বইমেলার প্রাঙ্গণে স্বপ্ন ৭১ প্রকাশনের স্টলের সামনে প্রথমবারের মতো জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজিত মেলায় প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগীয় বইমেলা উপলক্ষে স্বপ্ন ৭১ প্রকাশনের থেকে প্রকাশিত আহমদ তৌফিক চৌধুরীর লেখা ‘শহর ময়মনসিংহের ইতিকথা’ বইটির মোড়ক উন্মোচিত হয়। বইটির মোড়ক উন্মোচন করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক ও কথাসাহিত্যিক আফসানা বেগম।
আফসানা বেগম বলেন, স্বপ্ন ৭১ প্রকাশন থেকে প্রকাশিত হলো আহমদ তৌফিক চৌধুরীর লেখা ‘শহর ময়মনসিংহের ইতিকথা’ বইটি। জাতীয় কেন্দ্রের আয়োজিত মেলায় এইবারের মতো প্রথমবারে মতো এমন আয়োজন অনুষ্ঠিত হলো। আমরা আনন্দিত, এতদিন অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে বই প্রকাশিত হয়। জাতীয় কেন্দ্রের এই মেলাগুলো এত জনপ্রিয়তা পাচ্ছে বলে, প্রকাশকরা এই উদ্যোগ নিয়েছে। স্বপ্ন ৭১ প্রকাশনকে ধন্যবাদ।’
তিনি আরও বলেন, ‘শহর ময়মনসিংহের ইতিকথা’ বইটি ছোট হলোও এই বইটি থেকে ময়মনসিংহ ইতিহাস-ঐতিহ্য সর্ম্পকে জানাতে পারবে, যা এই অঞ্চলের পাঠকদের ঋদ্ধি করবে। আশা করি, এই ছোট বইটি পাঠকপ্রিয়তা পাবে।’
প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক ও বিক্রেতা সমিতির ময়মনসিংহের সভাপতি ও পরিচালক মোশারফ হোসেন।
তিনি বলেন, ‘ময়মনসিংহ বিভাগীয় উপলক্ষে আজকের এই উদ্বোধনী দিনে শহর ময়মনসিংহের ইতিকথা বইটির মোড়ক উন্মোচিত হলো। ময়মনসিংহের মানুষ হিসেবে অত্যন্ত আনন্দের বিষয়ক। যে আমাদের শহরের দুইশত বছরের ইতিহাসটি খুবেই সংক্ষিপ্ত আকারে এই বইয়ে লিপিবন্ধ করা আছে এবং এই শহরের মনীষী মানুষগুলো জড়িত ছিলেন তাদের কথাও এই বইয়ে ওঠেে এসেছে। এ প্রজন্ম ও আগামী প্রজন্মের জন্য বইটি গুরুত্ব ও তথ্যসমৃদ্ধ হয়ে মানুষের কাছে সমাদৃত হবে বলে বিশ্বাস করছি। বইটি প্রকাশের জন্য লেখক, প্রকাশক ও যিনি বইটির টীকা ও ভূমিকা লিখেছেন তাদের ময়মনসিংহের মানুষ হিসেবে কৃতজ্ঞতা জানাই। ’
বইটির প্রকাশক আবু সাঈদ বলেন, ‘শহর ময়মনসিংহের ইতিকথা’ বইটি লিখেছেন আহমদ তৌফিক চৌধুরী। তিনি বইটি পুস্তিকা আকারে প্রকাশ করেন। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে ময়মনসিংহের ইতিহাস-ঐতিহ্যকে জানানোর জন্য বইটি লেখক ও গবেষক খান মাহবুব ভূমিকা, টীকা ও সম্পাদনা করে প্রকাশনের জন্য উদ্যোগ নেন। বইটি স্বপ্ন ‘৭১ প্রকাশন থেকে প্রকাশ করতে পেরেও আমরা বেশ আনন্দিত। আমাদের ইচ্ছে আছে, শতবর্ষের লেখা আঞ্চলিক ইতিহাসের বইগুলো বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে—এমন প্রয়াস আমরা অব্যাহত রাখব।’
প্রকাশনা উৎসবে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইনামুল হক, রঞ্জন মল্লিকসহ প্রমূখ।
এজেড