images

শিল্প ও সাহিত্য

অরুপ বড়ুয়ার একক শিল্প প্রদর্শনী ‘অঙ্কুরোদগম’

বিনোদন ডেস্ক

০৭ আগস্ট ২০২৫, ০৬:১১ পিএম

বুধবার (৬ আগস্ট) রাজধানীর সফিউদ্দীন শিল্পালয়ে শুরু হয়েছে শিল্প প্রদর্শনী ‘অঙ্কুরোদগম’। শিল্পী অরুপ বড়ুয়ার এই প্রদর্শনীতে মূলত মানুষের মনস্তাত্ত্বিক বিকাশকে উপস্থাপন করা হয়েছে। প্রদর্শনীর শিল্পকর্মগুলোতে জাপানের অধিবাসীদের পথিকৃৎ হিসেবে কল্পনা করা হয়েছে। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষতি কাটিয়ে বিনয় আর দেশপ্রেমের অনন্য সমন্বয়ে জাপান আজ বিশ্বে হয়ে উঠেছে এক চলমান পাঠশালা। দেশটিতে প্রাকৃতিক দুর্যোগ কম নয়। তবুও প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল মনোভাব এক উজ্জ্বল উদাহরণ।

মানুষ যখন প্রকৃতিকে তাদের বন্ধু হিসেবে গ্রহণ করে তখন তাদের উন্নয়নও দৃশ্যমান হয়ে ওঠে। তাই জাপানের আজকের এই অবস্থার পেছনে রয়েছে চিন্তার ‘অঙকুরোদগম’ ও পরিশ্রম এবং প্রকৃতির আশীর্বাদ। 

শিল্পকর্মগুলো নিয়ে শিল্পী অরুপ বড়ুয়া বলেন, ‘এই শিল্প প্রদর্শনীতে আমি মূলত মানবিক সুন্দর চিন্তার প্রতি সম্মান জানাতে চেয়েছি এবং সেইসঙ্গে পরিশ্রমী জনগণের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে চেয়েছি।’

তিনি আরও বলেন, ‘চলমান মননের ‘অঙ্কুরোদগম’ আমার শিল্পকর্মের মধ্য দিয়ে ফুটিয়ে তুলবার চেষ্টা করেছি। শিল্পকর্মগুলো বিমূর্ত ধারায় উপস্থাপন করেছি, যেখানে ভাস্কর্য ও স্থাপনা– এই দুই মাধ্যমের সংমিশ্রণ ঘটেছে। মিশ্র মাধ্যমের প্রয়োগের মাধ্যমে আমি নিজস্বতার ছাপ রাখার প্রয়াস নিয়েছি।’

প্রদর্শনীতে মোট ১০টি শিল্পকর্ম মিলে একটি সিরিজ তৈরি করা হয়েছে। এতে সবুজের সাথে সম্পৃক্ত থাকার প্রয়াস ব্যক্ত করা হয়েছে, যার জন্য বিভিন্ন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করা হয়েছে বলে শিল্পী জানান। ৬ আগস্ট থেকে শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ৯ আগস্ট পর্যন্ত।