images

শিল্প ও সাহিত্য

জাতীয় কবিতা পরিষদ পুরস্কার পেলেন তিন কবি

নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৮ পিএম

images

‘জাতীয় কবিতা পরিষদ পুরস্কার-২০২৫’ পেলেন দেশের তিন গুণী কবি। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব জহুর হোসেন মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

কবিতায় কবি মতিন বৈরাগী, শিশু সাহিত্যে ‘ফয়েজ আহমেদ পুরস্কার’ কবি হাসান হাফিজ এবং ‘জাতীয় কবিতা পরিষদ সম্মাননা পুরস্কার’ কবি জুলফিকার হোসেন তারাকে প্রদান করা হয়। 

পুরস্কার তুলে দেন জুলাই-আগস্ট ছাত্র-গণঅভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ'র বাবা মীর মোস্তাফিজুর রহমান, শহীদ গোলাম নাফিজের বাবা মো. গোলাম রহমান, শহীদ আলভীর বাবা মো. আবুল হাসান এবং শহীদ ইয়াসিনের মা শিল্পী আক্তার।

পুরষ্কার পাওয়ার পড়ে কবিরা একে একে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। এসময় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। কবি হাসান হাফিজ তার অনুভূতি ব্যক্তকালে গণঅভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধকে নিয়ে তার নিজের লেখা কবিতা পাঠ করেন। এক পর্যায়ে তার দু-চোখ বেয়ে অশ্রু ঝরতে থাকে। 

এর আগে, শুরুতেই তিনি গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করেন। একই সঙ্গে শহীদ পরিবারের বঞ্চনার চিত্র তুলে ধরেন। 

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরাও বক্তব্য দেন। এ সময় বিচারের নামে প্রহসন না করে দ্রুত দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান। 

অনুষ্ঠানের শুরুতেই পুরষ্কার পাওয়া কবিদের নাম ঘোষণা করা হয়। এরপর তাদের উত্তরীয় ও সম্মাননা ক্রেস্টসহ নগদ ৫০ হাজার টাকার সম্মানি তুলে দেয়া হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন জাতীয় কবিতা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কবি শাহীন রেজা।

এমআই/ইএ