ঢাকা মেইল ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৪ পিএম
প্রতিবাদী কবি ও ছড়াকার কাজী বেলাল রাজী রচিত কিশোর কাব্যগ্রন্থ ‘গোমতী নদীর তীরে’ প্রকাশিত হয়েছে। বইটিতে প্রকৃতি, দেশ, ধর্ম এবং শিক্ষণীয় সব মজাদার ছড়া-কবিতা স্থান পেয়েছে।
বইয়ে জালিমের বিরুদ্ধে আর মজলুমের পক্ষে ছন্দে ছন্দে উচ্চারিত হয়েছে প্রতিবাদী কণ্ঠ। তাছাড়া শিশু-কিশোরদের জন্য রয়েছে অনন্য শিক্ষণীয় ছড়া-কবিতা। গুণীজ্ঞানী ও পাঠক মহলে বইটি বেশ সাড়া জাগিয়েছে।
সম্প্রতি বইটির মোড়ক উন্মোচন করেছেন বিশিষ্ট কোরআন গবেষক ও শিক্ষক শায়েখ আতীক উল্লাহ। উপস্থিত ছিলেন আলেম লেখক নুরুযযামান নাহিদ, কবি ও শিশুসাহিত্যিক মাসউদুল কাদির, মাকতাবাতুল আযহারের স্বত্বাধিকারী মাওলানা উবাইদুল্লাহসহ অনেকেই।
বইটি প্রকাশ করেছে শোভা প্রকাশ। একুশে বইমেলার ৩নং প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে।
প্রচ্ছদ এঁকেছেন তামজীদুল ইসলাম। পৃষ্ঠা সংখ্যা ৮০। গায়ের মূল্য ২২৫ টাকা।
জেবি