ঢাকা মেইল ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২১ পিএম
শিশুসাহিত্যিক ও ছড়াশিল্পী মাসউদুল কাদির রচিত ছোটদের সাহাবা সিরিজের চতুর্থ বই ‘মাবরুক সাহাবা’ প্রকাশিত হয়েছে। বইটি বাজারে এনেছে বিশ্বকল্যাণ পাবলিকেশন্স।
প্রকাশনা সংস্থাটির স্বত্বাধিকারী মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, ছোটদের সাহাবা সিরিজের চতুর্থ বই মাবরুক সাহাবা। শিশুদের বই। মনে নাড়া দেওয়ার মতো সাহাবা গল্প দিয়ে বইটি লিখেছেন শিশুসাহিত্যিক ও ছড়াশিল্পী মাসউদুল কাদির।
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের গল্পগুলোই এতে স্থান পেয়েছে। শিশুমনে আনন্দ দেওয়ার মতো গল্প। নবীজীর হাদিস ও সাহাবাজীবনের অনুষঙ্গ নিয়ে দারুণ মুন্সিয়ানার সঙ্গে গল্প গেঁথেছেন তিনি।
প্রকাশক বলেন, ছোটদের সাহাবা সিরিজের চতুর্থ বই 'মাবরুক সাহাবা' বইয়ে নবীসঙ্গীদের ত্যাগ ও ইসলামের জন্য তাদের সাধনার কাহিনির চিত্রায়নও করেছেন লেখক। প্রায় দুই যুগ ধরে শিশুসাহিত্য নিয়ে কাজের অভিজ্ঞতার ঝলক আছে বইটিতে। তিনি নীরবে-নিভৃতে কাজ করে যাচ্ছেন। বাজারে শিশুসাহিত্যের বিরাট ঘাটতির কিছুটা হলেও ছোটদের সাহাবা সিরিজ মেটাবে। আমি বইটির উত্তরোত্তর সমৃদ্ধি ও বহুল প্রচার কামনা করছি।
বইটি কেনা যাবে একুশে বইমেলার বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের ৫০৭নং স্টল থেকে। এছাড়াও রকমারিসহ সব অনলাইন শপ থেকেও বইটি সংগ্রহ করা যাবে।
বই: মাবরুক সাহাবা; লেখক: মাসউদুল কাদির; ধরন: সাহাবা গল্প (ছোটদের সাহাবা সিরিজ-৪); প্রচ্ছদ: রাদিবিল্লাহ; নামলিপি: ইলিয়াস হোসাইন; পৃষ্ঠা: ৯৬; কাগজ: অফসেট; মুদ্রিত মূল্য: ২০০ টাকা।
বই সংগ্রহ করতে যোগাযোগ করুন-০১৯৭৭৭৭৩৭৩৫, ০১৯১৩০৫৩৩৭৪ (হোয়াটসঅ্যাপ); প্রকাশক: মুহাম্মদ সাইফুল ইসলাম; প্রকাশকনা সংস্থা: বিশ্বকল্যাণ পাবলিকেশন্স; অনলাইন শপ: রকমারি
জেবি