images

শিল্প ও সাহিত্য

এটম বোমা ফুটবে না

১১ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ পিএম

৫৬ হাজার বর্গমাইল। লাল সবুজের দেশ!
ধর্ম-বর্ণ পেশায় বিভেদ, মানুষে মানুষে নেই ভেদাভেদ এতোটুকু 
স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন ঐক্যবদ্ধ এক জাতি আমরা 
সমন্বরে উচ্চ কণ্ঠ সবাই- "আধিপত্যবাদ নিপাত যাক।"

মুখরিত সবুজের গালিচায় চেতনার সবুজ চাদরে বাঙালি বীরের বিস্ফোরিত হৃদয় সদাজাগ্রত দুর্মদ সাহসে।

সবাই ভাই ভাই এখানে, দাদাগিরি মানি না। মানবো না কখনও।

এদেশ আমার দেশ। আমাদের দেশ। 
এখানে এসো না নখের আঁচড় দিতে 
যদি তা করো হাত হারাবে নিশ্চয়ই 

লাল চোখ দেখিও না। তোমার লাল চোখের চেয়েও আমার পতাকার লাল এটম বোমার মতো!

আমরা জীবনের মায়া করি নাতো কখনো 
৪৭, ৫২, ৬৯, ৭১. ৯০ আর ২৪ এ অবাক বিস্ময়ে দেখেছে বিশ্ব।

বুলেটের সামনে বুক পেতে দেয় সাইদেরা এখানে 
যুদ্ধের মাঠে পানি বিলাতে বিলাতে অকাতরে প্রাণ করে বলিদান মুগ্ধেরা এখানে

২০ কোটি যোদ্ধার এই বাংলায় 
তোমার এটম বোমা তাই ফুটবে না
বঙ্গোপসাগরে হবেই বিলীন