images

কৃষি ও পরিবেশ

আমনে প্রণোদনা পাবেন প্রায় ৫ লাখ কৃষক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ মে ২০২৩, ০৩:১২ পিএম

এ বছর আমনের আবাদ ও উৎপাদন বাড়াতে ৩৩ কোটি ২০ লাখ টাকার প্রণোদনা দেওয়া হবে। সারাদেশের চার লাখ ৯০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এই প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাবেন।

প্রণোদনার আওতায় একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য রোপা আমন ধানের উচ্চফলনশীল (উফশী) জাতের প্রয়োজনীয় পাঁচ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন।

কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা এবং বীজ ও চারা খাত থেকে এ প্রণোদনা প্রদান করা হচ্ছে। এ সংক্রান্ত সরকারি আদেশ ইতোমধ্যে জারি হয়েছে। মাঠ পর্যায়ে শিগগির এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হবে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের সরেজমিন উইংয়ের পরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী ঢাকা মেইলকে বলেন, এবারের আমনে আমরা প্রায় পাঁচ লাখ চাষিকে প্রণোদনার আওতায় নিয়ে আসব, যেখানে ৩৩ কোটি ২০ লাখ টাকা প্রণোদনা দেয়া হচ্ছে। আমাদের বোরোতে ফলন ভালো হয়েছে, আউশ উৎপাদনের লক্ষমাত্রা বাড়ানো হয়েছে, আমনেও ভালো ফলন হোক-সে প্রত্যাশা আমাদের।

ডব্লিউএইচ/জেবি