images

কৃষি ও পরিবেশ

নামলো সতর্ক সংকেত 

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর ২০২২, ১১:৩০ এএম

সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদফতর। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদফতরের সামুদ্রিক সতর্ক-বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, সমুদ্রবন্দরগুলোকে, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। 

এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আজ (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

টিএই/এইউ