images

কৃষি ও পরিবেশ

রাজধানীতে রোদের দেখা, স্বস্তি নগর জীবনে

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম

কয়েকদিন পর রোদের দেখা মিলল রাজধানীর বুকে। শীতের এ মিষ্টি রোদে নগর জীবনে স্বস্তি ফিরলেও হিমলে হাওয়াতে ঠান্ডাও অনুভূত হচ্ছে। 

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে রৌদ্রজ্জল আবহাওয়া দেখা যায়।

আবহাওয়া অধিদফতর জানায়, আজ (বুধবার) ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস গোপালগঞ্জে আর সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে টেকনাফে।

এমএইচএইচ/এএইচ