images

কৃষি ও পরিবেশ

বর্ষার পানি নেমে গেলে কৃষকদের করণীয়

ফিচার ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ এএম

বর্ষাকালীন অতিবৃষ্টির ফলে অনেক সময় জমি ডুবে যায়, ফসল নষ্ট হয় বা ক্ষতিগ্রস্ত হয়। পানি নেমে গেলে কৃষকদের জন্য কিছু জরুরি পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত প্রয়োজনীয়—

জমি ও মাটির যত্ন

জমি পরিষ্কার করুন – জমিতে জমে থাকা আগাছা, ভেসে আসা আবর্জনা ও পচা গাছপালা সরিয়ে ফেলুন।

মাটির উর্বরতা ফিরিয়ে আনুন – জমি চাষ করে বাতাস চলাচল নিশ্চিত করুন, প্রয়োজনে জৈবসার ব্যবহার করুন।

চুন প্রয়োগ – পানিবাহিত রোগ ও মাটির অম্লতা কমাতে জমিতে চুন ছিটিয়ে দিন।

কৃষি

ফসল ব্যবস্থাপনা

ক্ষতিগ্রস্ত ফসল মূল্যায়ন করুন – কোন ফসল রাখা যাবে, কোনটি তুলে ফেলতে হবে তা নির্ধারণ করুন।

দ্রুত বেড়ে ওঠা ফসল বপন করুন – যেমন মুগডাল, মাসকলাই, ভুট্টা, তিল, শাক-সবজি।

ধানের ক্ষেত পুনরুদ্ধার করুন – ডুবে যাওয়া ধানক্ষেত শুকিয়ে গেলে প্রয়োজনমতো সার (ইউরিয়া, এমওপি, ডিএপি) প্রয়োগ করুন।

agri-flood-20240824172811

পুকুর ও মৎস্য চাষ

পুকুরের বাঁধ মেরামত করুন – মাছ বের হয়ে যাওয়া ঠেকাতে।

অক্সিজেনের ঘাটতি পূরণ করুন – চুন ও লবণ প্রয়োগ করে পানির মান উন্নত করুন।

গবাদিপশুর যত্ন

পশুর থাকার স্থান শুকনো রাখুন – যাতে রোগ না হয়।

পরিষ্কার পানি ও পুষ্টিকর খাবার দিন – যাতে তারা দ্রুত সুস্থ থাকে।

রোগ-বালাই প্রতিরোধ

কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ – জমিতে রোগ-বালাই দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিন।

পানি জমা রোধ করুন – যাতে নতুন করে ফসল নষ্ট না হয়।

flood-20200810162213

পরামর্শ গ্রহণ

স্থানীয় কৃষি অফিসার বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করুন।

সমবায় ভিত্তিক কাজ করলে ক্ষতি কাটিয়ে ওঠা সহজ হবে।

আরও পড়ুন: শীতের আগাম সবজি চাষের এখনই সময়

পানি নেমে গেলে জমি পরিষ্কার রাখা, দ্রুত ফসল রোপণ করা, রোগবালাই প্রতিরোধ করা এবং মাটির উর্বরতা ফিরিয়ে আনা—এসবই কৃষকদের প্রধান করণীয়।

এজেড