ফিচার ডেস্ক
১৬ আগস্ট ২০২৫, ১১:৫৩ এএম
ভাদ্র মাস (মধ্য-আগস্ট থেকে মধ্য-সেপ্টেম্বর) কৃষি কাজের জন্য গুরুত্বপূর্ণ। এই সময়ে কিছু সবজি চাষ এবং অন্যান্য কৃষি কাজ করার উপযুক্ত সময়।
ভাদ্র মাসের কৃষি কাজ
তুলা চাষ:
ভাদ্র মাসের প্রথম দিকেই তুলার বীজ বপন করা শেষ করতে হবে। বৃষ্টির ফাঁকে জমির অবস্থা বুঝে ৩-৪টি চাষ ও মই দিয়ে জমি তৈরি করে, বিঘাপ্রতি প্রায় ২ কেজি তুলা বীজ বপন করতে হয়।

সবজি চাষ:
এই সময়ে আগাম শীতকালীন সবজি যেমন- মুলা, গাজর, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি চাষ করার উপযুক্ত সময়।
উঁচু জমিতে বিভিন্ন ধরণের শাক-সবজি চাষ করা যেতে পারে।
কিছু সবজি বীজ থেকে এবং কিছু চারা রোপণ করে চাষ করা যায়।

ভাদ্র মাসে কৃষকদের করণীয়
বর্ষার কারণে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও বাঁধ মেরামত করা।
জমিতে আগাছা পরিষ্কার করা।
পোকামাকড় ও রোগাক্রান্ত গাছপালা থেকে ফসল রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া।
বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, যাতে ক্ষেতে জলবদ্ধতা সৃষ্টি না হয়।
রোপণকৃত চারার গোঁড়ার মাটি আলগা করে দেওয়া।
এই সময়ে অতিরিক্ত বৃষ্টির কারণে কৃষিতে ক্ষতির সম্ভাবনা থাকে। তাই, বিশেষ ব্যবস্থাপনা অবলম্বন করতে হবে।
এজেড