images

কৃষি ও পরিবেশ

দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট ২০২৫, ০৯:৪৫ এএম

দুপুরের আগেই ঢাকাসহ দেশের ১২টি জেলার ওপর দিয়ে ঝড়বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে স্বাক্ষর করেছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

আবহাওয়ার সতর্ক বার্তায় বলা হয়েছে, পাবনা, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে। এর মানে হলো, ঝড়ের আশঙ্কায় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করতে হবে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে এই দমকা হাওয়া আসতে পারে।

আবহাওয়াবিদরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে নদীপথে চলাচলরত নৌযান ও যাত্রীরা যেন নিরাপদে অবস্থান নেন। পাশাপাশি খোলা জায়গা ও উঁচু গাছে আশ্রয় না নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

এইউ