নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই ২০২৫, ০২:৩০ পিএম
দীর্ঘ ভ্যাপসা গরমের পর শ্রাবণের মাঝামাঝি এসে স্বস্তির বার্তা নিয়ে ফিরেছে বৃষ্টি। শুক্রবার (২৫ জুলাই), বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী কয়েকদিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নেয় এবং পরে নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাবে আজ দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
সকাল ৯টার আবহাওয়ার বুলেটিন অনুযায়ী, নিম্নচাপটি এখন বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে এবং বিকেলের মধ্যে এটি পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। মৌসুমি বায়ুও সক্রিয় রয়েছে, যা বৃষ্টির পরিমাণ বাড়াবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অধিদফতর। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম শহরের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতাও দেখা দিতে পারে।
সাগর উত্তাল, সতর্কসংকেত বহাল
নিম্নচাপ কেন্দ্রের আশপাশে ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিতে বাতাস বইছে, যা দমকা হাওয়ায় পরিণত হয়ে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। এর ফলে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
অধিদফতর আরও জানায়, অমাবস্যা এবং নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা ও দ্বীপ–চর এলাকায় ১ থেকে ৩ ফুট উচ্চতার বায়ু-চালিত জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
বরিশাল, পটুয়াখালী, খুলনা, যশোর, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারসহ বেশ কিছু অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০-১৫ কিমি, পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে।
এইউ