নিজস্ব প্রতিবেদক
২৪ জুলাই ২০২৫, ০৪:০৮ পিএম
লঘুচাপের কারণে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এ চার বিভাগের তিন বিভাগেই অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ভারী বৃষ্টির সতর্কবার্তায় এমন আশঙ্কার কথাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (২৪ ঘণ্টায় ১৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে।
তিনি আরও জানান, অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলাগুলোর পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ভারী বর্ষণ জনিত কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
এদিকে সকালের দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির ফলে সারাদেশেই অস্থায়ীভাবে দমকা হওয়াসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৩৯ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে পারে।
এমএইচএইচ/এএইচ