images

কৃষি ও পরিবেশ

ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

০৯ জুলাই ২০২৫, ১২:২৮ পিএম

রাজধানী ঢাকাসহ দেশের চারটি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে কিছু এলাকায় জলাবদ্ধতা এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনাও রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (৯ জুলাই) সকালে দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বৃষ্টির প্রবণতা বাড়ছে।

তিনি জানান, সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় ভারী (৪৪-৮৮ মি.মি.) এবং কোথাও কোথাও অতি ভারী (১৮৮ মি.মি.) বর্ষণ হতে পারে।

চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে এমন অতি ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেন তিনি।

এছাড়া অতিরিক্ত বৃষ্টির ফলে ঢাকা, খুলনা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন জায়গায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদফতর বলছে, আগামী কয়েকদিন এমন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তারা। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে বসবাসকারীদের নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে।

এমএইচএইচ/এইউ