images

কৃষি ও পরিবেশ

রাতের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

২২ জুন ২০২৫, ০৮:৫৭ পিএম

রাত ১টার মধ্যে দেশের ৭ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার (২২ জুন) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এই তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আজ দিবাগত রাত ১টার মধ্যে যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ফরিদপুর এবং মাদারীপুর অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঝড়ো আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও আবহাওয়ার আরও একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলমান সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকবে। কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্তমান মৌসুমি বায়ুর প্রভাব এবং বায়ুমণ্ডলের আর্দ্রতা বৃদ্ধির কারণে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। সেইসঙ্গে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

এমএইচএইচ/এফএ