নিজস্ব প্রতিবেদক
২০ জুন ২০২৫, ১০:১১ এএম
দেশের চারটি বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে মৌসুমি বায়ুর প্রভাবে উত্তাল রয়েছে উত্তর বঙ্গোপসাগর। এ কারণে দেশের চারটি সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় এ বিষয়ে একাধিক সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। এতে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টির প্রবণতা বেড়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বার্তায় বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুরু করে) এই চার বিভাগে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং কোথাও কোথাও ১৮৮ মিলিমিটার পর্যন্ত অতিভারী বৃষ্টিপাত হতে পারে।
এছাড়া এক পৃথক সতর্কবার্তায় জানানো হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় ঘন ঘন বজ্রপাতসহ গভীর মেঘমালার সৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বায়ুচাপের তারতম্য বেড়ে যাওয়ায় ওই অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে উপকূলীয় জেলা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ ভারী বর্ষণ বয়ে যেতে পারে।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
একইসঙ্গে সমুদ্র এলাকায় অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে জেলেদের।
আবহাওয়া অধিদফতর বলছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকলে এমন পরিস্থিতি তৈরি হওয়া অস্বাভাবিক নয়। তবে অতিভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি অঞ্চলে ভূমিধস বা নগর এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। তাই জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
এইউ