ফিচার ডেস্ক
২৯ মে ২০২৫, ১২:৫৮ পিএম
বর্ষা মানেই চারপাশে সবুজে মোড়ানো প্রকৃতি, মাটির সোঁদা গন্ধ আর গাছ লাগানোর উপযুক্ত সময়। কিন্তু অনেকেই দ্বিধায় থাকেন—বৃষ্টির দিনে গাছ লাগানো কতটা উপকারী? আদৌ কি এ সময় গাছ ঠিকমতো বেড়ে ওঠে? পরিবেশবিদ ও কৃষিবিদদের মতে, বর্ষাকাল গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়গুলোর একটি। তবে কিছু বিষয় মাথায় না রাখলে ক্ষতির আশঙ্কাও থেকে যায়।
১. মাটি থাকে নরম ও আর্দ্র
বৃষ্টির পানি মাটিকে নরম ও ভিজে রাখে, ফলে গাছের শিকড় সহজেই মাটির গভীরে প্রবেশ করতে পারে। এতে গাছ দ্রুত স্থির হয় ও শক্তভাবে গড়ে ওঠে।

বর্ষাকালে অতিরিক্ত পানি দেওয়ার দরকার পড়ে না। প্রাকৃতিকভাবে বৃষ্টির জলেই গাছ পর্যাপ্ত আর্দ্রতা পায়।
গ্রীষ্ম শেষে গাছের বেড়ে ওঠার প্রাকৃতিক প্রবণতা বর্ষায় বাড়ে। তাই এই সময় লাগানো গাছ দ্রুত বৃদ্ধি পায়।

যদি মাটিতে পানি জমে থাকে, তবে গাছের শিকড় পচে যাওয়ার আশঙ্কা থাকে। তাই নালা বা নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখাই গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: বৃষ্টিতে ফলের স্বাদ কি বদলে যায়?
বৃষ্টির জোরে বা ঝোড়ো হাওয়ায় ছোট গাছ উপড়ে যেতে পারে, তাই বাঁশ বা খুঁটি দিয়ে গাছকে স্থির করে বেঁধে দিন।
গাছ লাগানোর গর্তে অতিরিক্ত পানি জমে থাকলে তা গাছের ক্ষতি করতে পারে। প্রয়োজনে ঢালু করে গর্ত তৈরি করুন।

পরিবেশবিদরা বলেন, ‘বৃষ্টির দিনে গাছ লাগালে শুধু গাছ নয়, পুরো পরিবেশ উপকৃত হয়। এই সময় লাগানো গাছগুলো বাঁচার সম্ভাবনা বেশি থাকে এবং শহরের তাপমাত্রা কমাতেও সহায়ক হয়।’
বর্ষাকালে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর জন্য আদর্শ সময়। যেমন-

ফলজ: আম, কাঁঠাল, জাম, লেবু
বনজ: মেহগনি, গামারি, আকাশমণি
ঔষধি: তুলসী, বাসক, নিম, অ্যালোভেরা

বৃষ্টির দিন গাছ লাগানোর জন্য প্রকৃতি নিজেই যেন এক দারুণ সুযোগ এনে দেয়। তবে সফল ফলাফল পেতে হলে প্রয়োজন একটু যত্ন, সঠিক পরিকল্পনা ও পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গি। তাই আসুন, এই বর্ষায় আমরা সবাই মিলে একটি গাছ লাগাই, ভবিষ্যতের জন্য সবুজ পৃথিবী গড়ি।
এজেড