নিজস্ব প্রতিবেদক
২৪ মে ২০২৫, ০৯:৩৫ এএম
রাজধানী ঢাকার আকাশ মেঘলা থাকাসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শনিবার (২৪ মে) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর জানায়, আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকাসহ বৃষ্টি সহ বজ্র-বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারনত অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সংস্থাটি আরও জানায়, আগামীকাল রোববার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিট। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে তিন মিলিমিটার।
এমএইচএইচ/জেবি