নিজস্ব প্রতিবেদক
২০ মে ২০২৫, ১০:৪৭ এএম
রাজধানী ঢাকায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (২০ মে) সকালে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া সারাদিন শুষ্ক থাকবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। এর প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ (মঙ্গলবার) সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, সামনের কয়েকদিনেও একই রকম আবহাওয়া থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে বাইরে বের হওয়ার সময় সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছে তারা।
এমএইচএইচ/এইউ