নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২৫, ১০:৫২ এএম
রাজধানী ঢাকায় আজ সোমবার (১২ মে) বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সকালে দেওয়া এক বার্তায় তারা জানিয়েছে, দিনের বেশিরভাগ সময়েই আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এছাড়া, পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়, দিনের তাপমাত্রা আজ প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টায় ঢাকার বর্তমান তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ।
গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে অন্যতম বেশি। আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টিপাতও হয়েছে, তবে নির্দিষ্ট পরিমাণ এখনো জানানো হয়নি।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকাবাসীকে বজ্রবৃষ্টি ও হালকা ঝড়ো হাওয়ার সম্ভাবনার কারণে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।
এমএইচএইচ/এইউ