নিজস্ব প্রতিবেদক
০২ মে ২০২৫, ০৭:৫৪ এএম
ঢাকাসহ দেশের আঠারো অঞ্চলের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার (০২ মে) রাতে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড.মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, আজ সকাল ৯টার মধ্যে যশোর, কুষ্টিয়া, খুলনা, সাতক্ষিরা, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়োহাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলে তিনি জানান।
এমএইচএইচ/এএস