images

কৃষি ও পরিবেশ

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ ২০২৫, ১২:২৩ পিএম

images

শীতের বিদায়ের পর সারাদেশে গরম শুরু হয়েছে, আর কিছু জেলায় মৃদু তাপপ্রবাহও বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে— এই পরিস্থিতি কিছুদিন চলতে পারে।

রোববার (১৬ মার্চ) সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৫ মার্চ) কুষ্টিয়ার কুমারখালীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া এবং রাঙামাটি জেলায় মৃদু তাপপ্রবাহ চলছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিসের তথ্যমতে— আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমবে। সোমবার (১৭ মার্চ) তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার (১৮ মার্চ) থেকে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

এরপর বুধবার (১৯ মার্চ) থেকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এইউ