নিজস্ব প্রতিবেদক
০৮ জানুয়ারি ২০২৫, ০১:০০ পিএম
ঢাকাসহ সারাদেশে হঠাৎ করেই বেড়ে গেছে কুয়াশা, আজ দুপুর পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। এতে শীতের তীব্রতা আরও বেড়েছে। একই সঙ্গে বইছে হিমেল হাওয়া।
বুধবার (৮ জানুয়ারি) দিনে দেশের কোথাও শৈত্যপ্রবাহ না থাকলেও আগামীকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদফতর।
অধিদফতরের আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানান, আজ দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলায় শীত যেন আরও জেঁকে বসেছে।
আরও পড়তে পারেন
আসছে একাধিক শৈত্যপ্রবাহ, আরও কমবে তাপমাত্রা
এই আবহাওয়াবিদ বলেন, আজ দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে এসেছে। এমন আবহাওয়া আরও ২/৩ দিন থাকবে। ২/৩ দিন পরে তাপমাত্রা কিছুটা বাড়লেও শীত থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলতে পারে। তবে আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আপাতত বৃষ্টিপাতের আশঙ্কা নেই জানিয়ে ওই আবহাওয়াবিদ বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) থেকে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। এ মাসে একটি থেকে দুটি মাঝারি শৈত্যপ্রবাহের বয়ে যেতে পারে।
আরও পড়তে পারেন
এ দিকে চলতি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এমন পরিস্থিতি মাসজুড়েই থাকবে। সেই সঙ্গে এ মাসেই রাজধানীসহ দেশজুড়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কথাও বলেছে সংস্থাটি। এতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
/এএস