images

কৃষি ও পরিবেশ

তুলে নেওয়া হলো আবহাওয়ার সব সংকেত

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ মে ২০২৪, ১২:৩৬ পিএম

ঘূর্ণিঝড় রেমালের কারণে গত কয়েক দিন ধরে আবহাওয়া পরিস্থিতি ছিল বেশ বৈরী। লঘুচাপের কারণে হয়েছে প্রবল বৃষ্টিপাত। ঝড়ো হাওয়া বয়ে গেছে বিভিন্ন এলাকায়। আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে ১০ নম্বর মহাবিপদ সংকেতও দেওয়া হয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে সব বন্দরের সংকেত নামিয়ে ফেলার জন্য বলেছে সংস্থাটি।

বুধবার (২৯ মে) সকাল সাড়ে দশটার দিকে আবহাওয়া অধিদফতর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

বিইউ/জেবি