নিজস্ব প্রতিবেদক
০৩ মে ২০২৪, ০৫:২২ পিএম
প্রায় এক মাস ধরে চলা তাপপ্রবাহের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাত হয়েছে। এতে কিছুটা শীতলতা অনুভূত হলেও একই পুরোপুরি প্রশমিত হচ্ছে না তাপপ্রবাহ। তবে আরও এক কয়েক দিন কিছু এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকার পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া চলতি মাসেই একটি ঘূর্ণিঝড়ের শঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (৩ মে) আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৬ মের পর থেকে দেশের তাপমাত্রা কিছুটা প্রশমিত হবে। এরপর থেকে বৃষ্টিপাত বাড়বে। চলতি মে মাসে তিন থেকে পাঁচটি শিলাবৃষ্টি এবং এক থেকে দুটি মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আগামী ২৪ ঘণ্টায় সিলেট, চট্টগ্রাম বিভাগ ও ঢাকাসহ পূর্বাঞ্চলের কিছু কিছু স্থানে দমকা বাতাস ও মাঝারি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) ঢাকায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা খুবই কম। রংপুর, রাজশাহী বিভাগে ১০০ ভাগ বৃষ্টি হয়নি।
আবহাওয়া অফিসের তথ্য মতে, ৫ মে থেকে তাপমাত্রা কমে গিয়ে সহনশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর প্রতিদিন কাঙ্ক্ষিত বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির পরিমাণও বাড়বে। তবে টানা নয়, বৃষ্টি থেমে থেমে হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান জানান, মে মাসে তাপপ্রবাহ, বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও কালবৈশাখী সবকিছুরই সম্ভাবনা রয়েছে। তবে তাপপ্রবাহ এপ্রিলের মতো অবস্থায় যাবে না। এ মাসে এত দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ থাকবে না। তাপমাত্রা এপ্রিলের চেয়ে কিছুটা কম থাকবে।
এই আবহাওয়াবিদ জানান, চলতি মে মাসে তিন থেকে পাঁচ দিন হালকা ধরনের কালবৈশাখী হতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেটি থেকে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এদিকে আবহাওয়া অফিস থেকে পুরো মাসের যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, মে মাসজুড়ে স্বাভাবিক বৃষ্টি হতে পারে এবং দেশের কোনো কোনো স্থানের ওপর দিয়ে দুটি তীব্র ও কোথাও কোথাও এক থেকে তিনটি মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া দিনের বেলায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়, মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং মাসের মাঝামাঝি সময়ে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। এছাড়া চলতি মাসে দেশের উত্তরাঞ্চল বা উত্তর-পূর্বাঞ্চলে সিলেটসহ হাওর অঞ্চলে নদনদীর পানি দ্রুত বাড়তে পারে। কিছু জায়গায় তা বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।
জেবি