images

কৃষি ও পরিবেশ

সাতক্ষীরা-খুলনা-বাগেরহাটকে জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণার দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

১০ মে ২০২২, ১২:২৬ পিএম

সাতক্ষীরা-খুলনা ও বাগেরহাটকে জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণার দাবি জানিয়েছে বেসরকারি সংগঠন লিডার্স ও সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন। এছাড়া এসব এলাকার দুর্যোগ মোকাবেলায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দসহ নয় দফা দাবি জানানো হয়।

মঙ্গলবার (১০ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বলা হয়, ভৌগোলিক অবস্থান, ঘন ঘন প্রাকৃত্রিক দুর্যোগ, ভঙ্গুর অবকাঠামো, দারিদ্রতা, দীর্ঘমেয়াদী লবণাক্ততা, সংকটাপন্ন কৃষির কারণে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট উপকূলীয় এলাকার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাই দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকাকে বিশেষ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনার উদ্যোগ নেওয়া দরকার।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে দক্ষিণ-পশ্চিম উপকূল সুরক্ষায় নয় দফা দাবি তুলে ধরেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।

তাদের দাবির মধ্যে রয়েছে-

# সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলাকে জলবায়ু ঝুঁকিপূর্ণ বা দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করতে হবে।

# দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে রক্ষার জন্য ২০২২-২০২৩ অর্থ বাজেটে বিশেষ বরাদ্দ দিতে হবে।

# জলবায়ু পরিবর্তন ও দুর্যোগকে মাথায় রেখে স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ পুনর্নির্মাণ করতে হবে।

# জনসংখ্যার অনুপাতে পর্যাপ্ত সাইক্লোন সেল্টারসহ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

# উপকূলীয় মানুষের সুপেয় পানির টেকসই ও স্থায়ী সামাধান করতে হবে।

# উপকূলীয় এলাকায় একটি বাড়ি, একটি খামার প্রকল্পের আদলে একটি বাড়ি একটি সেল্টার কার্যক্রম শুরু করতে হবে।

# নদীভাঙ্গন ও ভূমিক্ষয় ঠেকাতে উপকূলে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে।

# উপকূলের রক্ষাকবচ সুন্দরবন রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

# উপকূল উন্নয়ন বোর্ড গঠন করতে হবে।

বিইউ/এমআর