images

কৃষি ও পরিবেশ

রাজধানী থেকে কি বিদায় নিচ্ছে শীত?

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি ২০২৪, ১২:২১ পিএম

উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে এখনও রয়েছে শীতের তীব্রতা। তবে শীত অনেকটাই কমেছে রাজধানী ঢাকায়। রাতে ও ভোরের দিকে কিছুটা শীতের আবহ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক দিনের মতোই তাপমাত্র অনুভূত হচ্ছে। বেলা যত গড়াচ্ছে তাপমাত্রা তত বাড়ছে।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় খুব একটা গরমের কাপড়-চোপড় নেই মানুষের গায়ে। স্বাভাবিক দিনের মতোই জামা-কাপড় পরে কর্মস্থলে যাচ্ছেন মানুষ।

চলতে ফিরতে কয়েকজন পথচারির সাথে কথা হলে তারা বলছেন, কয়েক দিন আগে যে শীতের তীব্রতা ছিল এখন তা নাই। আর দুয়েক দিন পরেই গরম শুরু হবে।

মতিঝিল এলাকার নাজমুল নামের এক পথাচারি বলেন, শীত একেবারেই নেই। টি-শার্ট পরেই বাইরে বের হওয়া যাচ্ছে। মনে হচ্ছে গরম চলে আসছে।

জয়নাল নামের আরেকজন বলেন, শীত নেই। গরম চলে আসছে। রাতে একটা কাঁথা নিলেই থাকা যাচ্ছে।

এদিকে দেশের পাঁচ বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার সকাল ৯টায় আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়াও খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন চলাচল অস্থায়ীভাবে ব্যাহত হতে পারে।

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঢাকার সর্বনিম্ন তাপামাত্র ছিল ১৭ দশমিক ৫, সর্বোচ্চ ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

টিএই/এএস