বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

সবজিতে স্বস্তি কৃষকের বাজারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

সবজিতে স্বস্তি কৃষকের বাজারে

বাজারে সবকিছুর দাম যখন হু হু করে বাড়ছে, তখন পিছিয়ে নেই সবজিও। তবে সবজিতে কিছুটা স্বস্তি মিলছে কৃষকদের বাজারে। রাজধানীতে সরাসরি সবজি বিক্রি করতে আসছেন সাভারের কৃষকরা। তারা দাম যেমন তুলনামূলক কম রাখছেন তেমনি টাটকা সবজিও পাওয়া যাচ্ছে তাদের কাছে।

মোহাম্মদপুরের ৩৩নং ওয়ার্ডের মোহাম্মদীয়া হাউজিং প্রধান সড়কে প্রতি শুক্রবার সকালে বসে এই 'কৃষকের বাজার'।


বিজ্ঞাপন


বাজার ঘুরে দেখা যায়, এখানে সবজি বিক্রেতাদের সবাই কৃষক। নিজেদের উৎপাদিত সবজি সরাসরি ক্রেতাদের হাতে পৌঁছে দিচ্ছেন তারা।

বাজারদরের সঙ্গে তুলনা করলে দেখা যায়, কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে মিলছে প্রায় সব সবজি।

আরও পড়ুন: শীতের সবজি বাজারে এলেও কমেনি দামের উত্তাপ

শুক্রবার রাজধানীর বাজারে শিম বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। সেই শিম কৃষকের বাজারে ৪০ টাকা। খোলা বাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া মূলা কৃষকের বাজারে ৩০ টাকা।


বিজ্ঞাপন


এছাড়া করলা ৫০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, দুন্দল বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

bb2

লাল শাক ১৫ টাকা আঁটি, পুইশাক ৩০ টাকা, পালং শাক ২০ টাকা, ডাটা শাক ১৫ টাকা আটি দরে বিক্রি হচ্ছে।

কৃষকরা জানান, সরাসরি ক্রেতার কাছে সবজি বিক্রি করতে পেরে তারা খুশি। এই সুযোগ করে দেওয়ার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদকে ধন্যবাদ জানান তারা।

রাজধানীতে কৃষকের বাজার হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। মোহাম্মদীয়া হাউজিং এলাকার বাসিন্দা মিনারা বেগম ঢাকা মেইলকে বলেন, 'বাজারে যে সবজি পাওয়া যায় তা নিয়ে আমাদের একটা সন্দেহ তো থাকেই। কৃষকের থেকে সরাসরি সবজি পেলে এটা তো আমাদের জন্য খুবই ভালো বিষয়।'

সপ্তাহে একদিনের জায়গায় অন্তত তিন দিন কৃষকের বাজারের প্রত্যাশা জানিয়েছেন স্থানীয় আরেক বাসিন্দা সাইদুল ইসলাম।

কারই/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর