বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ঢাকা

ফটো স্টোরি

ছবিতে দেখুন জাতীয় বৃক্ষমেলা ২০২৫

আসাদুজ্জামান লিমন
প্রকাশিত: ০১ জুলাই ২০২৫, ০৯:৪১ এএম

শেয়ার করুন:

জাতীয় বৃক্ষমেলা ২০২৫
গাছে গাছে ঝুলছে বাহারি রঙিন আম। আর সেই আমের ছবি তুলছেন এক দর্শনার্থী

ঢাকার শেরেবাংলা নগরে আয়োজন করা হয়েছে জাতীয় বৃক্ষমেলা ২০২৫। সহজে বললে সাবেক বাণিজ্য মেলার মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধন হয়েছে ২৫ জুন। চলবে ২৫ জুলাই পর্যন্ত। এই মেলায় দেশি-বিদেশি নানান জাতের গাছ ও গাছ লাগানোর উপকরণ বিক্রি হচ্ছে। 

জাতীয় বৃক্ষমেলা ২০২৫ এর চিত্র দেখুন-


বিজ্ঞাপন


9
জাতীয় বৃক্ষমেলা ২০২৫ এর প্রবেশদ্বার
3
বৃক্ষমেলায় নানান জাতের বাঁশের বিশাল এক সংগ্রহশালা সাজিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন
4
পলিথিন নিষিদ্ধ হলেও বৃক্ষমেলায় কেনা গাছ বহন করা হচ্ছে ক্ষতিকর পলিথিন ব্যাগেই
6
ঘর সাজানোর নানান গাছ পাবেন এই মেলায়
7
মেলায় পুরুষদের চেয়ে নারী ক্রেতাদের সংখ্যাই বেশি।
8
বৃক্ষমেলা যেনো আমের এক স্বর্গরাজ্য।
10
মেলায় পাওয়া যাচ্ছে মাটির তৈজসপত্র।
11
ক্রেতা টানতে স্টলগুলো সাজানো হয়েছে দৃষ্টিনন্দন করে।
12
মেলায় এই ফলসহ এই সৌদি খেজুর গাছটি বিক্রির জন্য আনা হয়েছে।
14
নানান জাতের অর্কিড মেলা থেকে কিনতে পারবেন। 
15
ইনডোর প্লান্টের প্রতি আগ্রহ বেশি ক্রেতাদের।
16
মেলায় এসব ইনডোর প্লান্ট বিক্রি হচ্ছে চড়া দামে
17
মেলায় গেলে নাম না জানা অনেক আমসহ গাছ দেখতে পাবেন। চাইলে ছবিও তুলতে পারবেন। 
18
গাছ লাগানোর নানা উপকরণও মেলায় বিক্রি হচ্ছে।
19
মেলায় বিভিন্ন স্টলে এমন নজরকাড়া আম দেখতে পাওয়া যায়। 
21
এসব আমের ওজন কয়েক কেজি।
23
বন্ধু-বান্ধবদের নিয়ে অনেকেই মেলায় আসছেন গাছ দেখতে এবং কিনতে। 
24
মেলায় গেলে নানান জাতের বাঁশ দেখতে ও কিনতে পারবেন বন গবেষণার স্টলে।
2
পরিবার পরিজন নিয়ে অনেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মেলায় আসছেন

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর