সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ঢাকা

রাতের মধ্যে ঢাকাসহ ১৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ০৫:০৭ পিএম

শেয়ার করুন:

Rain
বৃষ্টিপাতের প্রবণতা থাকবে কয়েক দিন। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের ১৮ অঞ্চলে রাত ১টার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এসময় এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

মঙ্গলবার (১৭ জুন) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।


বিজ্ঞাপন


আবহাওয়াব অফিস জানায়, আজ মঙ্গলবার দিবাগত রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন

বঙ্গোপসাগরে লঘুচাপ, কয়েক দিন বাড়তে পারে বৃষ্টি

শুরু হলো বর্ষাকাল, টানা পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা

এদিক অন্য এক পূর্বাভাস আগামী কয়েক দিনের পূর্বাভাসে জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।


বিজ্ঞাপন


মৌসুমি বায়ু দেশের ওপর সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকার কারণে দেশে আগামী কয়েক দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকব।

এমএইচএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর