বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যার বর্ধিত অংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। একইসঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় হয়ে উঠেছে দেশের বিভিন্ন এলাকায়। ফলে সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, আগামী পাঁচ দিন দেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে দেশে মৌসুমী বায়ু সক্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে। আর উত্তর বঙ্গোপসাগরে এটি রয়েছে প্রবল অবস্থায়।
তিনি জানান, আজ মঙ্গলবার (১৭ জুন) ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গাতেও বৃষ্টি হতে পারে।
বৃষ্টির ধরন হবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী কিংবা অতি ভারী বর্ষণও হতে পারে।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল বুধবার (১৮ জুন) একই ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তখনও দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) থেকে শনিবার (২১ জুন) পর্যন্তও দেশের ছয়টি বিভাগে—রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী ও ঢাকাতেও অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।
এই সময়ে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগরের লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। পরবর্তী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে।
বৃষ্টি বাড়ার কারণে পাহাড়ি ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, নদ-নদীতে পানি বৃদ্ধি এবং পাহাড় ধসের আশঙ্কাও থেকে যাচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট দফতরগুলো।
এমএইচএইচ/এইউ