বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

ঈদসহ পাঁচ দিনের পূর্বাভাস জানালো আবহাওয়া অধিদফতর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুন ২০২৫, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

weather
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে অধিদফতর। ছবি: সংগৃহীত

আগামীকাল দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। এদিনসহ আগামী পাঁচ দিনের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি বলছে, এই দিনগুলোতে দেশের আকাশে দেখা দিতে পারে মেঘের আনাগোনা, কোথাও কোথাও নামবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে থাকবে বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনাও।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টির প্রবণতা থাকবে বেশি। অন্যদিকে দেশের অধিকাংশ অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করতে পারে।


বিজ্ঞাপন


শুক্রবার (৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানায়।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

তিনি জানান, আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী চার দিনের দেওয়া পূর্বাভাস আবহাওয়া অফিস জানায়, আগামীকাল শনিবার (৭ জুন) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

জুনে হতে পারে স্বল্পমেয়াদী বন্যা, আছে নিম্নচাপের শঙ্কাও

জ্যৈষ্ঠে শ্রাবণের ধারা, বর্ষা কি এগিয়ে এলো?

আগামী রোববার (০৮ জুন) চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী সোমবার (৯ জুন) চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী মঙ্গলবার (১০ জুন) চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিন  বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এমএইচএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর