বুধবার, ৯ জুলাই, ২০২৫, ঢাকা

ঢাকায় তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি, আছে বৃষ্টির সম্ভাবনাও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মে ২০২৫, ১০:০৬ এএম

শেয়ার করুন:

weather
আবহাওয়া অধিদফতর। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলে দিনের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। একই সঙ্গে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (৩১ মে) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য জানায়।


বিজ্ঞাপন


আবহাওয়া অফিস জানায়, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সংস্থাটি আরও জানায়, দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৩০ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।


বিজ্ঞাপন


আরও পড়ুন

উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে লাখো মানুষ

আবহাওয়া অফিস জানায়, আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে আট মিলিমিটার।

এদিকে আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে, দেশের উপকূলীয় এলাকাগুলোতে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। যার ফলে সাতটি বিভাগে শুরু হতে যাচ্ছে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ, যা পার্বত্য অঞ্চলে ভূমিধসের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগের শঙ্কা বেড়েছে।

এমএইচএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর