সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে লাখো মানুষ

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২৫, ০৯:২২ পিএম

শেয়ার করুন:

R
টানা বৃষ্টিতে সারাদেশের বিভিন্ন জেলার দুর্ভোগের চিত্র।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে দুদিন ধরে বৃষ্টি ঝরাচ্ছে সারাদেশে। সঙ্গে দিচ্ছে ঝড়ো হাওয়া। সাগর এবং নদীগুলো উত্তাল। টানা এই বৃষ্টিতে রাজধানী ঢাকায় কিছু সময়ের জন্য জলাবদ্ধতা সৃষ্টি হলেও বড় ক্ষতির মুখে পড়েছে উপকূলীয় অঞ্চলের মানুষ।

বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য বলছে, টানা বৃষ্টি এবং ঝড়ো হাওয়ায় সাগর এবং নদীর জোয়ারের পানিতে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কোথাও কোথাও দীর্ঘমেয়াদী বন্যার শঙ্কা দেখা দিয়েছে। উপকূলের কিছু কিছু এলাকা ভয়ানক ভাবে প্লাবিত হয়েছে। ফলে চরম দুর্ভোগ এবং আতঙ্কে দিন কাটাচ্ছে সেসব এলাকার লাখো মানুষ।


বিজ্ঞাপন


hatia

হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে আসছে গবাদীপশু

দুই দিনের টানা বৃষ্টিতে উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উঁচু জোয়ার দেখা দিয়েছে। এর ফলে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বিভিন্ন চরাঞ্চল থেকে ভেসে আসছে মৃত গবাদিপশু।

স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে বৃষ্টি, দমকা হাওয়া ও অস্বাভাবিক জোয়ারের কারণে চরাঞ্চল প্লাবিত হয়েছে। এতে চরের খামার ও ঘরবাড়ি থেকে ছুটে যাওয়া গরু ও ছাগল মারা গিয়ে পানিতে ভেসে আসছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছেন ফসলি জমি ও বসতঘর।


বিজ্ঞাপন


পাশাপাশি জোয়ারের ঢেউয়ে নদীগর্ভে চলে গেছে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের শতকোটি টাকার মাছ বাজার।

2

বরগুনায় বসতঘরে ঢুকে গেছে পানি

নিম্নচাপের প্রভাবে হওয়া টানা বৃষ্টিতে বরগুনার বিভিন্ন নদীতে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় নদী সংলগ্ন বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ওইসব এলাকার বাসিন্দাদের বসতঘরে ঢুকে পড়েছে পানি। 

শুক্রবার (৩০ মে) জেলার সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের ডালভাঙা নামক এলাকা ঘুরে দেখা যায়, বিষখালী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ওই এলাকার একটি রিং বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে পনি প্রবেশ করছে। নদীতে জোয়ারের পানির উচ্চতা আরও বাড়লে আবারও এসব এলাকার ঘরবাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

3

বরিশালে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল আজও বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে নদী ও সাগর এখনো উত্তাল থাকায় আজও (শুক্রবার) বন্ধ রাখা হয়েছে বরিশালের অভ্যন্তরীণ সব রুটের লঞ্চ চলাচল। তবে ঢাকা বরিশাল রুটের লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

শুক্রবার (৩০ মে) সকালে এই তথ্য জানিয়েছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা সেলিম রেজা। 

তিনি বলেন, আবহাওয়ার সংকেত বলবৎ থাকায় এবং নদীতে ঢেউয়ের রোলিং থাকায় অভ্যন্তরীণ রুটের ছোট লঞ্চগুলো চলাচলে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে এসব রুটে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হবে।

4

নোয়াখালীতে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড, পানিবন্দি শত শত মানুষ

ন্মিচাপের প্রভাবে নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে এটি জেলার সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। সক্রিয় মৌসুমি নিম্নচাপের কারণে এ বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

এদিকে, গভীর নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে এই জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিতে তলিয়ে গেছে শত শত ঘরবাড়ি, ফসলের মাঠ ও হাটবাজার। হাজার হাজার মানুষ এখন পানিবন্দি অবস্থায় দুর্ভোগে রয়েছে।

5

ফেনীতে কয়েক গ্রাম প্লাবিত, বৃষ্টি হতে পারে শনিবারও

এই জেলায় গত ২৪ ঘণ্টায় ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে যা এক দিনে সর্বোচ্চ বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। চলমান বৃষ্টি শনিবার পর্যন্ত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি ও নিম্নচাপে অস্বাভাবিক জোয়ার এবং তীব্র স্রোতের কারণে ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীর চার ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছিল। তবে পানি আবার নেমেও গেছে। বৃষ্টি বাড়লে ভারতের উজানের পানিতে মুহুরি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

6

পটুয়াখালীতে ডুবে গেছে লঞ্চ ও ফেরিঘাট

টানা বৃষ্টিতে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অস্বাভাবিক জোয়ার দেখা দিয়েছে। এতে তলিয়ে গেছে সেখানকার ফেরিঘাট, লঞ্চঘাট ও খেয়াঘাট। সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলা শহরের সঙ্গে সড়ক ও নৌপথের যোগাযোগ। 

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২৯ মে) বিকেল চারটার দিকে পানি বেড়ে শহর রক্ষাবাঁধের বাইরের বিভিন্ন সড়ক, ফেরিঘাট, লঞ্চঘাট ও খেয়াঘাট তলিয়ে যায়। এর ফলে সবধরনের যানবাহন ও নৌযান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং জনসাধারণের চলাফেরা মারাত্মকভাবে ব্যাহত হয়। হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

এছাড়া পানি ঢুকে পড়েছে শহরের আশপাশের আবাসিক এলাকাতেও। অনেক ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় পরিবারগুলো পড়েছে বিপাকে। ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা কার্যত অচল হয়ে পড়েছে।

7

ভোলায় বসতঘরে কোমরসমান পানি

নিম্নচাপের প্রভাবে ক্রমেই উত্তাল হয়ে উঠছে ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদী। বিপদসীমার ১০২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে জোয়ারের পানি। এতে আতঙ্কে রয়েছে নদীতীরে বসবাসকারী মানুষ। কোমরসমান পানিতে তলিয়ে গেছে বাড়িঘর। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। ভেসে গেছে ঘেরের মাছ।

স্থানীয় বাসিন্দারা জানায়, লঘুচাপের প্রভাবে বুধবার (২৮ মে) থেকেই জোয়ারের পানি বাড়তে শুরু করে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জোয়ার আসতে শুরু করলে দুপুর দেড়টার দিকেই তলিয়ে যায় চরফ্যাশন উপজেলার পূর্ব ঢালচর, চর নিজাম, মনপুরা উপজেলার কাজিরচর, দৌলতখান উপজেলার চর বৈরাগী, তজুমুদ্দিন উপজেলার চর জহিরউদ্দিনসহ অন্তত অর্ধশতাধিক নিম্নাঞ্চল ও চরাঞ্চল। 

8

পিরোজপুরে বিপৎসীমার উপরে দুই নদীর পানি, আতঙ্কে মানুষ

নিম্নচাপের প্রভাবে পিরোজপুরের বলেশ্বর ও কচা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আতঙ্কে রয়েছে নদী তীরের কয়েক লাখ মানুষ।

এই জেলার সাতটি উপজেলার প্রায় সবগুলোই নদীবেষ্টিত। তাই নদী তীরবর্তী বাসিন্দার সংখ্যাও এখানে অনেক বেশি। এখানে অধিকাংশ এলাকায় বেড়িবাঁধ না থাকায় হুমকির মুখে রয়েছেন ওইসব এলাকার বাসিন্দারা। ছোটখাটো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপে পানি উঠে যায় তাদের ঘরে।

‎পানি উন্নয়ন বোর্ড বলছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে পিরোজপুরের উমেদপুরের কচা নদীর পানি ১৩ সেন্টিমিটার এবং বলেশ্বর নদীর পানি বিপৎসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

9

ঝালকাঠিতে শহরে জলাবদ্ধতা, ডুবেছে কৃষিজমি ও নিম্নাঞ্চল

টানা বৃষ্টিতে এই জেলার নদী, খাল-বিল, নিম্নাঞ্চল ও কৃষিজমি প্লাবিত হয়েছে। সেখানকার জনজীবন স্থবির। জেলার সুগন্ধা ও বিষখালী নদীর পানি বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হওয়ায় নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে আতঙ্ক।

‎এছাড়া বৃষ্টিতে ঝালকাঠি শহরের অধিকাংশ সড়কও পানিতে তলিয়ে গেছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিঘ্নিত হচ্ছে যান চলাচল। রাস্তাঘাটে পানি জমে যাওয়ায় সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। বন্ধ বেশিরভাগ দোকান। তলিয়ে গেছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও স্কুলের মাঠ।

1

লক্ষ্মীপুরে জোয়ারের পানিতে ৪০ গ্রাম প্লাবিত

মেঘনা নদীতে অতিরিক্ত জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকার অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে প্রায় ২ লাখ মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন।

শুক্রবার (৩০ মে) সকাল থেকে কিছু পানি নামতে শুরু করলেও এখনো অনেক স্থানে পানি জমে আছে। বাড়িঘর, ফসলি খেত, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠানসহ জনপদ হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে। 

এদিকে শুক্রবার (৩০ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সাতক্ষীরা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে স্থল নিম্নচাপ, তারপর সুস্পষ্ট স্থল লঘুচাপে পরিণত হয়ে শেরপুর ও তৎসংলগ্ন মেঘালয়ে অবস্থান করছে।

10

এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমে দুর্বল হয়ে যেতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম, সিলেট ময়মনসিংহ, ঢাকা ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। 

ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। 

সেইসঙ্গে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এএইচ
    

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর