শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১৪ জেলায় বজ্রপাতের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মে ২০২৫, ০১:০৪ পিএম

শেয়ার করুন:

weather
বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ছবি: সংগৃহীত

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৪ জেলায় বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে এসব জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৫ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম এ তথ্য জানান।


বিজ্ঞাপন


তিনি বলেন,গাজীপুর, নরসিংদী, নারায়নগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

আরও পড়ুন : তিন বিভাগে ভারী বর্ষণের আভাস

এসময় সতর্ক থাকার কথা বলে তিনি জানিয়েছেন, বজ্রপাত হলে জানালা ও দরজা বন্ধ রেখে ঘরে থাকতে হবে। সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলা, গাছের নিচে আশ্রয় না নিয়ে নিরাপদ জায়গায় যাওয়া। কংক্রিটের মেঝে ও দেয়ালে শয়ন বা হেলান না দেওয়া। বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে রাখতে হবে। জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসতে হবে। এছাড়া বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকাসহ শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করতে হবে।

এমএইচএইচ/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর