শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঢাকাসহ ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ এএম

শেয়ার করুন:

loading/img
ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (০৭ এপ্রিল) আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


আবহাওয়া অফিস বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাসও রয়েছে।

এ অবস্থায় সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে আগামী কয়েক দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

এদিকে সংস্থাটি আরও বলছে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


বিজ্ঞাপন


/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর