শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

নারী অধিকার নিশ্চিত ও নির্যাতন প্রতিরোধে সরকারের পদক্ষেপ নিতে হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩, ০৭:৪৭ পিএম

শেয়ার করুন:

নারী অধিকার নিশ্চিত ও নির্যাতন প্রতিরোধে সরকারের পদক্ষেপ নিতে হবে

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ সেক্টরের বিভিন্ন প্রকল্প ও আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের সহায়তায় আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, নারী অধিকার নিশ্চিতকরণ ও নির্যাতন প্রতিরোধে সরকারের পদক্ষেপ নিতে হবে। নারীদের নিয়ে কাজ করতে হবে। নারীদের প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনে নিয়োজিত করতে হবে। কারণ তাদের আয়ের উৎস বাড়াতে হলে তাদের ডিজিটাল মাত্রায় যোগ করতে হবে। মাদকাসক্ত থেকে নারী-পুরুষ সকলকেই দূরে থাকতে হবে।

সোমবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর শ্যামলী পার্ক মাঠে দিনব্যাপী এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা।  


বিজ্ঞাপন


নারীদের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, নারীদের অগ্রাধিকার সব জায়গায়। সেই সুযোগকে কাজে লাগিয়ে নারীদের নতুন নতুন উদ্ভাবনের সাথে এগিয়ে যেতে হবে। বর্তমান সরকার নারীদের কর্মক্ষেত্রে গুরুত্ব দেয়। কাজেই নারীদের এখন আর বসে থাকার কোনো সুযোগ নেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউএনএইডস’র কান্ট্রি ডিরেক্টর ডা. সায়মা খান, ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদ হাসান নুর (রাষ্টন)। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেভ দি চিলড্রেন ইন বাংলাদেশের এইচআইভি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার সেলিমা সুলতানা, পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনালের সুখী জীবন প্রকল্পের অ্যাডলোসেন্ট ম্যানেজার সোহরাব হোসেন, সেক্স ওয়ার্কার নেটওয়ার্ক বাংলাদেশের সভাপতি আলেয়া অক্তার লিলি।

কেআর/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর