শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

পারিবারিক সম্পত্তিতে নারীর সমানাধিকার চান বিএনপিএস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মার্চ ২০২২, ০২:৩১ পিএম

শেয়ার করুন:

পারিবারিক সম্পত্তিতে নারীর সমানাধিকার চান বিএনপিএস

পারিবারিক সম্পত্তিতে নারীর সমানাধিকার প্রয়োজন উল্লেখ করে বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর বলেন, নারীর নিজের কোনো ঠিকানা নেই। সমতা না থাকায় সমাজে নিজের অবস্থান সুদৃঢ় করার সুযোগ পাচ্ছে না তারা।

বৃহস্পতিবার (১০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ নারী প্রগতি সংঘ আয়োজিত ‘উত্তরাধিকারসহ পারিবারিক সম্পদ ও সম্পত্তিতে নারীর সমান অধিকার চাই’ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


রোকেয়া কবীর বলেন, নারীর প্রতি বৈষম্য ও সহিংসতার মূল কারণ তার পায়ের নিচে মাটি না থাকা। কাজেই এই সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ হবে তাদের অর্থনৈতিক অবস্থা সুদৃঢ় করা। উত্তরাধিকারসহ সকল সম্পদ ও সম্পত্তিতে সমান অধিকার প্রতিষ্ঠা করা। আর এসব করতে পারলে পরিবার, সমাজ ও রাজনীতিতে নারীর অবস্থান সুদৃঢ় হবে।

তিনি আরও বলেন, নারীরা প্রতিনিয়ত যে যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে তার মূলে রয়েছে প্রচলিত বৈষম্যমূলক পারিবারিক আইন। 

সংবাদ সম্মেলনের মূল বক্তব্য উপস্থাপন করে শাহনাজ সুমি। বিএনপিএস এর উপ-পরিচালক শাহনাজ সুমী বলেন, দেশের সকল নাগরিকের অধিকার রক্ষা ও ন্যায়বিচারের স্বার্থে বাংলাদেশের সব আইন প্রণীত হয়েছে ইউরোপীয় সিভিল আইনের আদলে। শুধু নারীর পারিবারিক আইনটি করা হয়েছে ধর্মীয় বিধানকে অবলম্বন করে। স্বাধীন দেশে দুই আইন ব্যবস্থা চলতে পারেনা। 

বাংলাদেশ মহিলা পরিষদের সহ-সভাপতি মাখদুমা নার্গিস রন্তা বলেন, সংবিধানে ২৭ এবং ২৮ অনুচ্ছেদে সমতার কথা বলা হয়েছে। আমাদের দেশের সিভিল আইন, ফৌজদারি আইন প্রভৃতি ধর্ম দ্বারা পরিচালিত নয়। কিন্তু পারিবারিক আইনসমূহ ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত। এজন্য নারী আন্দোলনের দীর্ঘ দিনের দাবী পারিবারিক বৈষম্যমূলক আইনগুলোর আমূল সংস্কার করে অভিন্ন পারিবারিক আইন প্রচলনের দাবী জানান তিনি। 


বিজ্ঞাপন


স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্ট রঞ্জন কর্মকার বলেন, উত্তরাধিকারে সমান অধিকার না থাকা নারীর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ক্ষমতায়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। একইসাথে তাদের প্রতি সহিংসতাও বাড়ছে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিমউদ্দিন খান, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর অর্পিতা দাস, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্ট রঞ্জন কর্মকার, এডাব কর্মকর্তা সমাপিকা হালদার প্রমুখ।

এএম/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর