বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘নারীর প্রতি বৈষম্য অবসানে সবাইকে এগিয়ে আসতে হবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২২, ১০:৫৩ পিএম

শেয়ার করুন:

‘নারীর প্রতি বৈষম্য অবসানে সবাইকে এগিয়ে আসতে হবে’

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, মানব সমাজের বিকাশ ও অগ্রগতির ধারায় নারীরা ক্ষেত্র বিশেষে অধিক অবদান ও ভূমিকা রখার পরও মানুষ হিসেবে তাদের মর্যাদা ও অধিকার অস্বীকৃত হচ্ছে। সমমজুরি নিশ্চিত করাসহ নারীর প্রতি সবধরনের বৈষম্যের অবসানে সবাইকে এগিয়ে আসতে হবে।

বুধবার (৯ মার্চ) বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাসদ ও নারী জোটের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল নারীকে অভিবাদন ও শুভেচ্ছা জানিয়ে ইনু বলেন, নারী  প্রতি পশ্চাৎপদ নেতিবাচক সামাজিক দৃষ্টি পরিবর্তন, পিতা-মাতার সম্পত্তিতে নারীর সমঅধিকার প্রতিষ্ঠা, বিবাহ বিচ্ছেদ, সন্তানের অভিভাবকত্ব ও দত্তক  গ্রহণের বিষয়ে বৈষম্যমূলক পারিবারিক আইন পরিবর্তনসহ সমকাজে সমমজুরি নিশ্চিত করতে হবে।

ইনু বলেন, নারীর প্রতি সব ধরনের বৈষম্যের অবসানে সব মানবতাবাদী, যুক্তিবাদী, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, প্রগতিশীল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনার সভাপতিত্বে এ আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাসদের সহ-সভাপতি ও জাতীয় নারী জোট নেত্রী উম্মে হাসান ঝলমল প্রমুখ।

টিএই/জেবি


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর